এই মুহূর্তে জেলা

গঙ্গায় হাঁটু জলে নেমে প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের।

হাওড়া, ১০ আগস্ট:- গত শনিবার ত্রিপুরায় দলের যুব নেতাদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো হলো এবার গঙ্গায় নেমে। মঙ্গলবার সকালে হাওড়ায় শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের নেতৃত্বে এই অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হন। ভরা গঙ্গায় এক হাঁটু জলে নেমে প্রতিবাদে সামিল হন ছাত্র পরিষদের কর্মীরা। ত্রিপুরার ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে ওই অভিনব প্রতিবাদ বিক্ষোভ হয়। বিক্ষোভকারী তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের সকলের হাতেই ছিল ত্রিপুরার বর্বরোচিত হামলার ঘটনার প্রতিবাদে স্লোগান লেখা পোস্টার। কেউ জলে বসে আবার কেউ হাঁটু জল কোমর জলে দাঁড়িয়েই ত্রিপুরার ঘটনার প্রতিবাদ করেন। তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা এদিন স্লোগান দেন, “তৃণমূল দিচ্ছে ডাক, বিপ্লব দেব নিপাত যাক। বিজেপি ধিক ধিক ধিক্কার।”