এই মুহূর্তে জেলা

ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার।

হাওড়া , ৭ আগস্ট:- বেশ কয়েক দফা দাবিতে হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোয় ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘট চলছিল। এরফলে ইন্ডিয়ান অয়েলের যেখানে পেট্রোল পাম্প রয়েছে ( কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদীয়ার একাংশে ), সেখানে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল। তাতে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। জানা গেছে, শেষপর্যন্ত হাওড়ার মৌড়ীগ্রাম ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলো। বিভিন্ন দাবিদাওয়া মেনে নেযওয়াতেই এই ধর্মঘট উঠে গেল। গতকাল পর্যন্ত দফায় দফায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও মেলেনি সমাধান সূত্র।

তাতে মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোয় ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে পারে এমন আশঙ্কা করা হয়েছিল। সংগঠনের দাবি ছিল ১) তাদের কোনও ডেলিভার্ড ট্যাঙ্কার বন্ধ করা চলবে না। ২) ইন্ডিয়ান অয়েলের আগামী টেন্ডারে চালু ১৯৬ টুয়েলভ কেআর ট্যাঙ্কারকে কাজ দিতে হবে। ৩) আগামী ইন্ডিয়ান অয়েলের টেন্ডার ৩১ ডিসেম্বরের আগে ডাকা চলবে না। এই দাবিতে আন্দোলন শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।