এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ।


সোজাসাপটা ডেস্ক, ৭ আগস্ট:- তাই ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করলেন জাকুব ভাদলেখ এবং ভিতেজস্লাভ ভেসেলি। এই দুজনেই চেক প্রজাতন্ত্রের নাগরিক। নীরজের সোনা জয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা হল সাত। বলা বাহুল্য, টোকিওর মঞ্চে প্রথম সোনা জয়ের পর টুইট করতে দেরি করেননি প্রধানমন্ত্রী। তিনি লেখেন, টোকিওয়ে ইতিহাসের চিত্রনাট্য লেখা হল। নীরজ চোপড়া আজ যা করে দেখালেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ নীরজ অসাধারণ খেলেছে। অনবদ্য আবেগ এবং অতুলনীয় স্থৈর্য দেখালেন তিনি। সোনা জয়ের জন্য তাঁকে অভিনন্দন। নীরজকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতিও। তিনি লিখলেন, অভূতপূর্ব জয়! জ্যাভেলিনে আপনার পদক দেশের সোনার খরা কাটাল। গড়ল ইতিহাস। আপনার হাত ধরেই এল প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সোনা।