এই মুহূর্তে জেলা

কৃষি বিপনন প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষক বাজার পরিদর্শনে মন্ত্রী বিপ্লব মিত্র।

হুগলী, ৭ আগস্ট:- চাঁপদানি বিধানসভা বৈদ্যবাটী এলকায় কৃষি বিপনন প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষক বাজার শনিবার দুপুর পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র। প্রথমে নেতাজী সুভাষ কৃষি বিপনন প্রশিক্ষন কেন্দ্র গিয়ে কি কি প্রশিক্ষন দেওয়া হচ্ছে তা ক্ষতিয়ে দেখেন। কথা বলেন আধিকারিরদের সাথে। কৃষক বাজারে ঘুরে কথা বলেন কৃষকদের সঙ্গে। কৃষকদের নানান অভিযোগের কথা শোনেন তিনি। কৃষি বিপনন প্রশিক্ষন কেন্দ্রের আধিকারিদের নিয়ে বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সরকারের প্রথম কাজ কৃষকরা ফসলের নায্য দাম পাবে সে দিকে নজর দেওয়া। সাধারন মানুষও সঠিক দামে জিনিস কিনতে পারে সেই দিকটা দেখা হচ্ছে। বৃষ্টির ফলে কৃষদের জমি জলে নষ্ট হয়ে গেছে সেই দিকেও সরকারের নজর আছে।

মন্ত্রীর অভিযোগ ডিবিসির জল ছারার কারনে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর জন্য প্রতিবাদ করেছেন। বিরোধীদের কাজ হল বিরোধিতা করা। রাজ্যে উন্নয়ন তাদের চোখে পরে না। আলুর দাম যাতে কৃষকরা সঠিক পায় সেই দিকটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা করা হচ্ছে। যাতে প্রত্যেক বছর দাম বৃদ্ধি না হয়। পশ্চিমবঙ্গে আরো যাতে পেঁয়াজের চাষ বৃদ্ধি করা যায় সেই দিকটাও দেখা হচ্ছে। সিঙ্গুরের আলুর আরতে যাওয়া হবে বলেও তিনি বলেন। পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি ফলে নিত্যদিনের জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। এই ব্যাপারে কেন্দ্রসরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না। আগামী দিনে আমাদের দপ্তরের আধিকারিকরা বিভিন্ন বাজারে গিয়ে দেখবে সঠিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সঠিক নেওয়া হচ্ছে কিনা।