এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের ধাঁচে সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে রাজ্য পুলিশেও।

কলকাতা, ১৬ আগস্ট:- সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও এবার কলকাতা পুলিশের ধাঁচে পৃথক সাইবার অপরাধ বিভাগ চালু হচ্ছে। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আই পি এস অফিসার হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউনে নব গঠিত রাজ্য পুলিসের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিসের অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে। মুলত, কম্পিউটারে দক্ষ এবং এই নতুন উইংয়ে কাজ করতে আগ্রহীদের নিয়োগ করা হবে। ডি এস পি, ইন্সপেকটর, এস আই, এ এস আই, কনস্টেবল পদে নিয়োগ হবে।

রাজ্যের সব জেলাতেই এই সাইবার ক্রাইম উইংয়ের শাখা থাকবে। যেখানে থাকবেন প্রশিক্ষিত গোয়েন্দারা। নিউ টাউনের সদর দফতরে কন্ট্রোল রুমের পাশাপাশি সাইবার ল্যাব, হেল্প লাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই জেলার সাইবার অপরাধ শাখার সঙ্গে সমন্বয় রাখা হবে। রাজ্য সরকারের মতে, এরফলে রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সুবিধা উপকৃত হবেন। তাঁদের অভিযোগ জানাতে ভবানী ভবনে ছুটে আসতে হবে না। পাশাপাশি রাজ্য পুলিশের এলাকাতেও সাইবার অপরাধ মোকাবিলা করা সহজতর হবে।