এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।

কলকাতা, ১৯ জুলাই:- আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশনস বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫শে জুলাই পর্যন্ত উত্তীর্ণ পড়ুয়ারা তাঁদের নাম রেজিস্ট্রেশন, অর্থ জমা দেওয়া এবং চয়েস ফিলিং বা নিজেদের পছন্দ অনুযায়ী কোর্স বাছাই করতে পারবেন। ‘চয়েস ফিলিং’-এর ভিত্তিতে ২৭শে জুলাই ‘মক সিট অ্যালোকেশন’-এর তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রয়োজনীয় পরিবর্তন সহ ২৮শে জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীরা তাঁদের পছন্দ নিশ্চিত করতে পারবেন।

পয়লা অগাস্ট প্রথম রাউন্ডের আসন বণ্টনের তালিকা প্রকাশ করা হবে। সেই আসন গ্রহণের পর প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে পড়ুয়ারা ১ থেকে ৫ই অগাস্টের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ৮ই অগাস্ট দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফল ঘোষণা করা হবে। এই রাউন্ডের শিক্ষার্থীরা ১১ই অগাস্ট পর্যন্ত তাঁদের জন্য বরাদ্দ আসনের অর্থ জমা করতে পারবেন। দ্বিতীয় রাউন্ডের পর বোর্ডের পক্ষ থেকে মপ আপ রাউন্ডেরও ব্যবস্থা করা হবে। পড়ুয়ারা যাতে নিজেদের সুবিধানমতো আসন বাছাই করতে পারেন, সেজন্য এই প্রথম ‘মক সিট অ্যালোকেশন’-এর সুযোগ দিচ্ছে বোর্ড। বোর্ডের দুটি ওয়েবসাইটে wbjeeb.in  অথবা wbjeeb.nic.in-এ ক্লিক করলে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।