এই মুহূর্তে জেলা

সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১।

হাওড়া, ৬ আগস্ট:- শুক্রবার সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনা ঘটল। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুরাশ হাওড়া রুটের ওই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। হাওড়া যাবার পথে বাসটি দক্ষিণবাড়ি ও সন্তোষপুরের মাঝে দু’নম্বর পোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে আসে বড়গাছিয়া থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। জগৎবল্লভপুর থানা সূত্রের খবর, পুরাশ হাওড়া রুটের যাত্রীবাহী মিনি বাসটি হাওড়ার দিকে যাবার পথে এদিন সন্তোষপুরের কাছে নয়ানজুলিতে পড়ে যায়।

ঘটনায় বাসের এক যাত্রীর মৃত্যু হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসে সে সময় জনা তিরিশ যাত্রী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি যাত্রীদের সকলকেই উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারলোড ছিল। প্রায় পঞ্চাশজনের মতো যাত্রী ছিলেন বাসে। বাসের মধ্যেই একজনের মৃত্যু হয়। বাকিদের সকলকেই উদ্ধার করা হয়। বাসটি দক্ষিণবাড়ির কাছে নয়ানজুলিতে পড়ে যায়। পরে বাসটিকে ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে তোলা হয়। তবে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।