এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই রাজ্যের ১১৬ টি পুরসভার নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু।

কলকাতা, ২২ জুন:- পুজোর আগেই রাজ্যের ১১৬ টি পুরসভার নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তরের কর্তারা এই নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে নির্বাচন করাতে কোনও অসুবিধা হবে কিনা, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামতও চাওয়া হয়েছিল। কমিশন ভোট করাতে অসুবিধা নেই বলে জানিয়ে দিয়েছে। কাজেই করণা সংক্রমণ ফের মাথাচাড়া না দিলে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে বকেয়া পুরভোট শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যের সবচেয়ে বেশি চিন্তা কোভিড পরিস্থিতি। এখন সংক্রমণের হার অনেক কমে গেলেও অক্টোবরে ফের তৃতীয় ঢেউ আসতে পারে বলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা আশঙ্কা করছেন। সেক্ষেত্রে নির্বাচনের জন্য সংক্রমণ বেড়ে গেলে রাজ্যকে চাপে পড়তে হতে পারে। এর আগে বিধানসভা ভোট ৮ দফায় হওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল, বাম ও কংগ্রেস।

এবার একইভাবে পুরসভা ভোট করালে বিরোধীদের সমালোচনার মুখে রাজ্যকে পড়তে হতে পারে। সাধারণ মানুষও ভালোভাবে তা দেখবেন না বলে রাজ্য প্রশাসনের কর্তারা মনে করছেন। তাই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পরামর্শ করেই নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হবে। জুন মাসের শেষেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কোভিড পরিস্থিতির জন্য পুরসভার ভোট করানো যায়নি। রাজ্য দ্রুত পুরসভার ভোট করানোর পক্ষপাতী। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের প্রায় প্রতিটি পুরসভারই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হাওড়া সহ কয়েকটি পুরসভার মেয়াদ ৩ বছর আগে শেষ হয়েছে। সেখানে প্রশাসকমণ্ডলী বসিয়ে কাজ চালানো হচ্ছে। ২০২০ সালের মে মাসে রাজ্যের সব পুরসভার ভোট করানোর কথা রাজ্য সরকার ভেবেছিল। কিন্তু তখন কোভিড পরিস্থিতি ব্যাপক আকার নেওয়ায় রাজ্যে লকডাউন চলছিল। তাই পুরসভা ভোট করানো সম্ভব হয়নি। এবার বিধানসভা ভোটের জন্য মে মাস পর্যন্ত ভোট করানো সম্ভব হয়নি। তারপরই করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে।