এই মুহূর্তে কলকাতা

কাজের নিরিখে চারটি স্কচ পুরস্কার বাংলার ঝুলিতে , ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৩ আগস্ট:- ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সরলীকরনের জন্যে রাজ্য সরকার চারটি স্কচ পুরস্কার লাভ করেছে। শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার জয় করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে জানিয়েছন। পাশাপাশি গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরন এবং ই নথিকরন বিভাগের পরিষেবার জন্য রাজ্য দুটি সিলভার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও তিনি টুইটে উল্লেখ করেছেন। এছাড়াও শহরাঞ্চলের জন্য অনলাইনে শংসাপত্র নবীকরন পরিষেবায় ভাল কাজের জন্যে রাজ্যকে গোল্ড স্কচ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এইজন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। গোটা দেশের মধ্যে যেন এইরাজ্যে সবচেয়ে সহজে ব্যবসা করা যায় তার জন্য রাজ্য সরকার সব ধরনের প্রক্রিয়ার সরলীকরন করার কাজ চালিয়ে যাবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।