সুদীপ দাস, ২ আগস্ট:- ২০১৪ সালে প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের সংখ্যা রাজ্যে প্রায় ৮ হাজার। হুগলী জেলায় সংখ্যাটা কমবেশী ৬০০। বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত মোট ২০ হাজার প্রার্থীদের মধ্যে ১ ম ধাপে প্রায় ১২হাজার জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারী মাসে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনা অনুযায়ী ধাপে ধাপে বাকিদের নিয়োগ করার কথা ছিলো। কিন্তু আজ অবধি ২য় দফার নিয়োগ নিয়ে সরকার পক্ষের কোন সাড়া পাওয়া যায়নি। তাই এবারে নিয়োগ না পাওয়া হুগলী জেলার সেইসমস্ত প্রার্থীরা আন্দোলনে নামলো।
সোমবার চুঁচুড়ায় হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে মিছিল করে এসে বিক্ষোভে সামিল হলেন ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষন প্রাপ্ত কিন্তু নিয়োগ না হওয়া প্রার্থীরা। এদিন তাঁরা চুঁচুড়া ময়ুরপঙ্খী ঘাট থেকে মিছিল করে সংসদের সামনে আসে। সেখানে এসে নিয়োগের দাবীতে স্লোগান দিতে থাকে। তাঁদের দাবী ১ম ধাপে মোট ১৬হাজার ৫০০জন নিয়োগ থাকার কথা থাকলেও মোট সাড়ে ১২হাজার নিয়োগ হয়েছে গত ফেব্রুয়ারী মাসে। বাকিদের এর পরেই নিয়োগ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা হয়নি। তাই পুজোর মধ্যে নিয়োগের দাবীতে তাঁদের এই আন্দোলন। এদিন তাঁরা এবিষয়ে সংসদের চেয়ারম্যানকে অভিনব ভাবে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানোর পর স্মারকলিপি প্রদান করেন।