এই মুহূর্তে জেলা

দু’দিনের বৃষ্টিতে এখনও জলে ভাসছে হাওড়া।


হাওড়া , ৩০ জুলাই:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। বুধবারের পর বৃহস্পতিবারও সারাদিন প্রবল বর্ষণ হয়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আজ সকাল থেকে ভারী বৃষ্টি না হলেও আকাশ মেঘলা রয়েছে। শহরের নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডেই গতকাল জল জমেছিল।

হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, টিকিয়াপাড়া, লিলুয়া ভূতবাগান, পেয়ারাবাগান, কোনা, বালি, বেলুড় জলমগ্ন হয়ে পড়ে। বেলুড়ে রেলের আন্ডারপাস জলের তলায় ডুবে যায়। গত দু’দিনের প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উত্তর হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের সত্যবালা আইডি হাসপাতাল। সম্পূর্ণ জলমগ্ন হাসপাতালের গ্রাউন্ড ফ্লোর। জল জমার কারণে হাওড়ার চার্চ রোডের রেল কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় ৭০ জনকে। এদের নিয়ে যাওয়া হয় স্কুলবাড়িতে। সেখানে থাকা খাওয়ার সাময়িক ব্যবস্থা করা হয়। অন্যদিকে, টিকিয়াপাড়া কারশেডে জল জমার দরুণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।