এই মুহূর্তে কলকাতা

বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতেই কেন্দ্রের এজেন্সি ব্যাবহারের প্রবণতা,মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতে এজেন্সি ব্যবহার কেন্দ্রীয় সরকারের প্রবণতায় পরিণত হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের শাসক দল বিজেপির নাম না করে বলেন,তাদের মাথার উপর চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মতো নানা রকম এজেন্সি রয়েছে। যারা চোখে দেখেও দেখতে পায় না।তিনি বলেন,বদনাম করাই একদল লোকের কাজ।তবে বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে তা সহ্য করা হবে না।

একই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, তার দল প্রতিহিংসা পরায়ণ নয়। তাহলে অনেককেই গ্রেফতার করা হতো। জাগো বাংলার মঞ্চ থেকে মমতা তার পুজোর গানের অ্যালবামেরও আনুষ্ঠানিক প্রকাশ করেন। ‘বাংলার গান, উৎসবের গান’ নামের অ্যালবামটি তার কথা সুর ও কন্ঠে সাতটি গান রয়েছে। এদিকে মহালয়ার সন্ধ্যায় আজ মুখ্যমন্ত্রী শহর ও জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন। যোধপুর পার্ক, ৯৫ পল্লী, বাবুবাগান, সেলিমপুরের পূজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যান চেতলা অগ্রণীর পুজোতে। সেখানকার থিম প্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের প্রায় ২৩০টিরও বেশি পুজোর উদ্বোধন করেন।