এই মুহূর্তে কলকাতা

গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি টাকা বরাদ্দ হলো পঞ্চায়েত গুলিতে।


কলকাতা, ২৭ জুলাই:- গ্রাম অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে রাজ্যের আড়াই হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত কে আরও প্রায় ৪৬২ কোটি টাকা বরাদ্দ করা হল। বিগত বছরে কাজে সাফল্য পর্যালোচনা করে বিশ্বব্যাংক পঞ্চায়েত গুলিতে অর্থ বরাদ্দ করেছে। রাজ্যে মোট ৩২২৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৫৬৮ টি পঞ্চায়েতকে তাদের কাজের নিরিখে এই বরাদ্দ পাচ্ছে।

এই টাকায় পঞ্চায়েতগুলো তাদের এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জলের জন্য গভীর নলকূপ খনন, নিকাশি নালা তৈরি, নতুন কালভার্ট, গ্রামীণ আবাস, সৌর শক্তির ব্যবহারের মত পরিকাঠামো উন্নয়নের কাজ করবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন।
২০১১ সাল থেকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলো তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর বিশ্ব ব্যাঙ্ক থেকে অনুদান পেয়ে আসছে। ২০২০-২১ অর্থবর্ষে বিশ্ব ব্যাঙ্ক রাজ্যের পঞ্চায়েতগুলোর জন্য ৪৬১ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে। যা গত অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।