এই মুহূর্তে জেলা

মানুষকে সচেতন করতে রীতিমত রণংদেহি মেজাজে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।


সুদীপ দাস, ২০ জুলাই:- করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন বারংবার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তারপরও এক শ্রেনীর মানুষ সচেতন হচ্ছে না। এবারে সেইসমস্ত মানুষদের সচেতন করতে রিতীমত রণং দেহি মনোভাব নিয়ে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সকালে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে হঠাৎই হানা দেন চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। সেখানে গিয়ে মাস্ক না পরা সাধারন মানুষদের রিতিমত ধমক দেন বিধায়ক। পাশাপাশি মাস্ক না পরা অবস্থায় দোকানদারি করা একাধিক দোকানের ঝাঁপ নামিয়ে দেন বিধায়ক।

তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন এরকম ভাবে করোনাকে ডেকে নিয়ে এলে আর দোকান খুলতে হবে না। অনেকেই এদিন বিধায়কের রণং দেহি মনোভাব দেখে ঘাবড়ে যান। মাস্কহীন বাজারে আসা অনেকেই চুপিসারে ঘড়মুখো হন। বিধায়ক বলেন করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। চিকিৎসাবিজ্ঞানের কথামত এই ঢেউ আগের থেকে অনেক ভয়াবহ হবে। এই মুহুর্তে দাঁড়িয়ে তাই আমরা এখনও সাধারন মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করে চলেছি। কিন্তু এরপর আর অনুরোধ নয়। সরাসরি অসচেতন মানুষদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।