এই মুহূর্তে কলকাতা

শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাথীদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিতে রেলকে চিঠি রাজ্যের।


কলকাতা, ১৫ জুলাই:- আগামী শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেই জন্য তাদের স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি দিয়ে রাজ্য সরকার রেলকে চিঠি দিয়েছে। আজ পরিবহন দপ্তর থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে শনিবার পরীক্ষার এ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ট্রেনে চড়ার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

পাশাপাশি পরীক্ষার কথা মাথায় রেখে যদি ওই দিন আরও বেশি ট্রেন চালানো যায় সেই বিষয়টি ভেবে দেখার পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে যারা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদেরও বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য রাজ্যের তরফে রেলকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য করণা সংক্রমণ মোকাবিলায় বিধি নিষেধ জারি থাকায় রাজ্য সরকার আগামী ৩০ শে জুলাই পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি।