কলকাতা, ১২ জুলাই:- পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পাইপলাইনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে দ্রুত জমি অধিগ্রহনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে রাজ্যের হলদিয়া হয়ে ওড়িশার ধামড়া পর্যন্ত তাদের প্রস্তাবিত পাইপলাইনের মাধ্যমে সিএনজি গ্যাস সরবরাহ করার লক্ষ্যে যে ভূগর্ভস্থ পাইপলাইন পাতার কাজ শুরু করেছে তা আপাতত রাজ্যের দূর্গাপুর পর্যন্ত এসেছে।
এই প্রকল্পে রাজ্যের সব জেলায় অপেক্ষাকৃত কম মূল্যে এই জ্বালানী পৌঁছে দিতে ভূগর্ভস্থ পাইপলাইন পাতার কাজে যে জমি দরকার সেই জন্যে রাজ্যের নীতি মেনে ক্ষতিপূরন দিয়ে দ্রুত জমি মালিকদের সঙ্গে কথা বলার জন্যে রাজ্য সরকার জেলা শাসকদের নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য আগামী বছরের মধ্যে রাজ্যের অংশে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।