এই মুহূর্তে জেলা

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের।

আরামবাগ, ১০ জুলাই:- পেট্রোল ও ডিজেলসহ রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর প্রতিবাদে হুগলির আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এদিন আরামবাগের গৌরহাটি মোড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃনমুল। আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর নেতৃত্বে এই প্রতিবাদ আন্দোলন চলে। উল্লেখ্য সারা রাজ্য জুড়েই তৃনমুল পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনের জেড়ে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে রাজ্য বিজেপি। এই বিষয়ে বিজেপি নেতৃত্বের সাফাই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির পশ্চাতে কেন্দ্র সরকারের কোনও হাত নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে দাম বাড়ছে বলে নাকি দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে।

বিজেপি নেতৃত্বের এই দাবী মানতে নারাজ তৃনমুল। তাদের দাবী অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে হবে কেন্দ্রকে। এদিন তৃনমুল নেতা স্বপন নন্দীর নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভে তৃনমুল কর্মীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতোন। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী জানান, পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। অপরদিকে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে অথচ কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে আছে। অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে তৃনমুল কংগ্রেস করছে। সব জিনিসের দাম বাড়ছে। তাই কেন্দ্র সরকার উচিত পেট্রোল ও ডিজেলের দাম কমানো। সবমিলিয়ে এদিন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভকে ঘিরে তৃনমুল কর্মী সমর্থকদের উৎসাহ ছিলো বেশ চোখে পড়ার মতোন।