এই মুহূর্তে কলকাতা

নির্বাচন পরবর্তী হিংসাকে লঘু করে না দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।

কলকাতা,৪ জুলাই:- আদালতের নির্দেশ মেনে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোন ঘটনাকে যেন লঘু করে না দেখা হয় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যকে প্রতিটি ঘটনার জন্য আলাদাভাবে এফ আই আর দায়ের করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র আজ সব জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

সেখানে তিনি সন্ত্রাস নিয়ে কেউ থানায় অভিযোগ জানাতে আসলে যেন শূন্য হাতে ফিরে না যান সেই বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সম্প্রতি যাদবপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়ার ঘটনা উল্লেখ করে ডিজি আগামী দিনে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেইদিকে খেয়াল রেখে কমিশনের তদন্ত কমিটিকে পূর্ন সহযোগিতা করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে ডিজি জেলার অন্যান্য কাজকর্ম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন।