এই মুহূর্তে জেলা

তৃতীয় ঢেউ রুখতে “দুয়ারে চিঠি” নিয়ে হাজির হবে রিষড়ার গ্রীন ভলেন্টিয়ার্সের সদস্যরা।

সুদীপ দাস, ২৯ জুন:- করোনা আবহে সাধারনের পাশে দাঁড়াতে আগেই উদ্যোগী হয়েছে রিষড়ায় গ্রীন ভলেন্টিয়ার্স ও কোভিড ক্লাব। রিষড়া পৌরসভার সহযোগীতায় ইতিমধ্যেই কোভিড আক্রান্ত বহু রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে চিকিৎসা সংক্রান্ত বহু সুযোগ-সুবিধা প্রদান করেছে রিষড়ার গ্রীন ভলেন্টিয়ার্সের সদস্যরা। এই মহামারীকে পর্যদুস্ত করতে সচেতনতার যে জুড়ি মেলা ভার, তা এযাবৎ কালের করোনা যুদ্ধে তাঁরা হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কাজ অব্যাহত রাখার পাশাপাশি এবারে তাঁরা সাধারন মানুষকে সচেতন করার উপরে জোর দিলো। মানুষ সচেতন হলেই আসন্ন কোভিডের তৃতীয় ঢেউ থেকে বহু প্রান রক্ষা পাবে। এ কথা ভেবেই কোভিড বিধি মানার জন্য সবুজ ভলেন্টিয়ারের প্রচার কর্মসুচিতে যোগ হলো সমাজের বিশিষ্ট জনেদের সই সহ চিঠি বিলি। এজন্য তাঁরা করোনা বিধির উপর একটি লিফলেট তৈরী করেছে।

বিশিষ্টদের সই সহ সেই লিফলেটই চিঠির আকারে রিষড়ার প্রায় দশ হাজার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে তাঁরা। নিজেদের লিফলেটে তাই রিষড়া এলাকার জ্ঞানীগুনি সেইসমস্ত মানুষদের সই সংগ্রহে বের হলো গ্রীন ভলেন্টিয়ার্সরা। সংগঠনের কর্ণধার সমীরণ বসু ও পুরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলীর বক্তব্য শুধু লিফলেট দিলে অনেকেই না দেখে ফেলে দিতে পারেন। কিন্তু সেই লিফলেট যদি হয় চিঠির আকারে এবং সেই চিঠিতে যদি চিকিৎসক থেকে শিক্ষক, শিল্পী থেকে প্রখ্যাত ক্রীড়াবিদদের স্বাক্ষর থাকে তাহলে সেই লিফলেটের গুরুত্ব সাধারনের কাছে অনেক বেশী হবে। এবং সেই চিঠি পড়ে অধিকাংশ মানুষ সচেতন হতে চেষ্টা করবে। তাই রিষড়ার গ্রীন ভলেন্টিয়ার্সের সদস্যরা তাঁদের ছাপানো লিফলেটে বিশিষ্টজনেদের সই সংগ্রহে সামিল হলো। সই সংগ্রহ সমাপ্ত হলেই সেইসমস্ত লিফলেট খামবন্দি চিঠির আকারে এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবে সবুজ সৈনিকরা।