এই মুহূর্তে জেলা

গণপিটুনির প্রতিবাদ করায় তৃণমূলীদের হাতে আক্রান্ত সাংবাদিক , অভিযোগ দায়ের পাণ্ডুয়া থানায়।

হুগলি , ২৬ জুন:- প্রতিবাদ করে তৃণমূল নেতার হাতে আক্রান্ত সাংবাদিক। রাস্তায় ফেলে অমানুষিক ভাবে মারধর করা হলো। অভিযোগ দায়ের হলো থানায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈচিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিকের নাম পলাশ মুখার্জি। শুক্রবার কাজ সেরে রাতে বৈচিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন পলাশ বাবু, সঙ্গে ছিলেন তাঁর ছিল তাঁর চিত্রগ্রাহক। বৈচিগ্রাম লেভেল ক্রসিং পর করেই তিনি দেখেন বৈচিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহির আব্বাসের উপস্থিতিতে রাস্তার পাশে জনা পনেরো যুবক একজনকে রাস্তায় ফেলে মারধোর করছে। জানতে পারেন ওই যুবককে চোর সন্দেহে মারধোর করা হচ্ছে। পলাশ বাবু নির্মম মারধরের প্রতিবাদ করেন।

বলেন, না মেরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দিতে। পলাশ বাবু জানিয়েছে, এই কথা বলার পরেই জাহির আব্বাস তাঁর সঙ্গে বচসা শুরু করেন। জাহির ঘনিষ্ঠ আসরাব আলি তার সঙ্গীদের নিয়ে তাঁর উপর চড়াও হয়। ব্যাপক মারধোর করে তাঁকে। মাথায় গুরুতর আঘাত পান পলাশ বাবু। রাতেই পাণ্ডুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। শনিবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে চুঁচুড়া জেলা হাসপাতালে আনা হয়। পাণ্ডুয়া থানায় পঞ্চায়েত প্রধান এবং তাঁর চার সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেছেন, কোনও প্রকারের দাদাগিরি বরদাস্ত করা হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে যথাযত ব্যবস্থা নেবে।