এই মুহূর্তে জেলা

বালি ঘাট স্টেশনে ২টি লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় পূর্ব রেলওয়ের বালি ঘাট স্টেশনে ২টি লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। বুধবার এক অনুষ্ঠানে এর সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত থাকলেও অনুপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই প্রজেক্ট এর মোট খরচ ৮০ লক্ষ টাকা। যাত্রীদের কথা মাথায় রেখে এই দুটি লিফটের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, এক একটি লিফট ৮৮৪ কেজি ওজন বহন করতে পারবে। একসঙ্গে ১৩ জন উঠতে পারবেন একটি লিফটে। এদিন বাবুল সুপ্রিয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজনীতির বাইরে আমার সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভালো সম্পর্ক। উনি এখানকার সাংসদ।

কেন উনি এলেন না জানি না। আমি মনে করি ফেডারেল স্ট্রাকচার যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আরবান বডি, পঞ্চায়েত একসঙ্গে কাজ না করে তাহলে মানুষের ভালো কখনোই হতে পারে না। তাছাড়া সরকারের উন্নয়নের কাজে দলমত নির্বিশেষে সকলের একসঙ্গে মঞ্চে না থাকা সংবিধানকে অপমান করার সমান। কালীমন্দির থেকে বেলুড় মঠ যাওয়ার সহজ রাস্তা শিয়ালদহ থেকে ট্রেনে করে বালি ঘাটে আসা। যাওয়া ও আসার সময় ৬২টা সিঁড়ি ওঠানামা করতে হয়। এতে বয়স্ক মানুষ ও মহিলাদের সমস্যা হয় বেশি। সেই কারণেই এই লিফটের ব্যবস্থা। এটি তৈরির জন্য ২কোটি টাকা বরাদ্দ হলেও খরচ হচ্ছে ৮০ লক্ষ টাকা। বাকি টাকায় বালি হল্ট সহ বেশ কিছু স্টেশনে সিঁড়ি এবং লিফটের অনুরোধ আছে। এস্কেলেটর করতে গেলে অনেকটা জায়গা লাগে। এর পাশাপাশি ইন্সপেকশন করা হয়। এক্ষেত্রে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে ইনস্পেকশন করা হয়েছিল।

তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওখানে একসেলেটার নয়, লিফটের ব্যবস্থা করা হবে এখানে। তিনি এদিন বলেন, কিসের খেলা হবে ? ছেলেখেলা হবে, ডেমোক্রেসি নিয়ে খেলা হবে নাকি খুনোখুনি হবে ? এটা মানুষকেই বিচার করতে দিন। গত দশ বছরে আমরা রাজ্যের নির্মমতা দেখেছি। মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নের কাজ আটকানোর জন্য কত ঘটনা উনি আসানসোলে ঘটিয়েছেন বলে বোঝানো যাবে না। দিদিকে জয় শ্রীরাম বললে কেন রেগে যান আমি জানিনা। সেই স্ট্যান্ডার্ড উনি নিজেই তৈরি করেছেন। সেই জন্য উনি যেখান দিয়ে যান লোকে জয় শ্রীরাম বলেন। যারা রামের পুজো করেন তাদের কাছে উনি কি ভোট চাইতে যাবেন না ? অভিষেক ব্যানার্জি প্রসঙ্গে বলেন, ওনার ভাবা দরকার ওনাকে ভাইপো বললে তো রেগে যান। মানহানি হতে গেলেও মান থাকাটাও গুরুত্বপূর্ণ। এটা ভাইপো বুঝবে না বলেই মনে হয়। ২০২১এ মানুষ তা বুঝিয়ে দেবে।