এই মুহূর্তে জেলা

কোভিড টিকাকরণের উদ্যোগ নিলো বেলুড় মঠ।

হাওড়া, ২৬ জুন:- কোভিড টিকাকরণের উদ্যোগ নিলো বেলুড় মঠ। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের তরফে এবার টিকাকরণের উদ্যোগ নেওয়া হলো। লকডাউন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের জন্য খাদ্যবস্তু প্রদান, কোভিডের আর টি পি সি আর টেস্ট, সেফ হোমের ব্যাবস্থা করার পরে এবার কোভিড টিকাকরণের ব্যবস্থা করল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির। তাদের ব্যবস্থাপনায় আগামী পয়লা জুলাই থেকে বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই কোভিড টিকাকরণ শুরু হতে চলেছে বেলুড় মঠে।

সরকার নির্ধারিত মূল্য ৭৮০ টাকা জনপ্রতি ধার্য হলেও দুঃস্থ এবং অসহায় মানুষদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বেলুড় মঠের নির্দিষ্ট নম্বরে ফোন করে অন্তত তিন দিন আগে নাম নথিভুক্ত করতে হবে। কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় দুটি ডোজই এখানে দেওয়া হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ৩০০ জনকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।