এই মুহূর্তে জেলা

ত্রিপল নিয়ে বচসার জেরে সরকারি আধিকারীককে মারধোর , দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিডিও।

হুগলি , ২৬ জুন:- ত্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে মারধোরের অভিযোগ তৃনমূল কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনা বলাগড় ব্লকের। গতকাল মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে জেলা শাসক,বলাগড় ব্লকের বিডিও সহ আধিকারীরাও গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল ও কাশিনাথ হালদার বিডিএমও শ্রীমন্ত দের কাছে ত্রিপল চাইতে যান। শ্রীমন্ত বাবু তাদের বলেন সবুজ দ্বীপ থেকে ঘুরে এসে দেখবেন। ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মন্ডল দাবী করেন তখনই দিতে হবে। শ্রীমন্ত বাবু সবুজ দ্বীপ থেকে ফিরতেই শুরু হয় বচসা। তর্কাতর্কি চলার সময় পূর্ত কর্মাধ্যক্ষ কাশিনাথ হালদার গালিগালাজ করেন।

বিডিএমও কে হুমকি দেন বলাগড়ে ঢুকতে দেবেন না। এর পরেই শ্রীমন্ত বাবুকে মারধোর করা হয়। তখন ঘরে থাকা কয়েকজন ঝামেলা মেটানোর চেষ্টা করেন। ঘটনায় বলাগড় বিডিও নীলাদ্রী সরকার বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, একটা ঘটনা ঘটেছে সেই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি।এবিষয়ে তৃনমূল হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন,ঘটনাটা আমি শুনেছি ইতিমধ্যে একটা এফ আই আর হয়েছে। এফ আই আর অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহন করবে। আইন হাতে নেওয়া উচিত না। তারা আমার দলের কর্মাধ্যক্ষ হলেও আইন সবার জন্য সমান। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। বছর তিনেক আগে বলাগড় ব্লক ভূমি সংস্কার আধিকারীককে তার ঘরে ঢুকে মারধোরের অভিযোগ উঠেছিলো তৃনমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে। সেই ঘটনাতেও থানায় অভিযোগ হয়।