এই মুহূর্তে জেলা

করোনা বিধিকে ‘উপেক্ষা’ করে ফুচকা উৎসব ঘিরে বিতর্ক। উদ্যোক্তাকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিলেন মদন।

হাওড়া, ২৫ জুন:- করোনা বিধিকে উপেক্ষা করে বালিতে মা বোনেদের জন্যে যত খুশি ফুচকা খাও অনুষ্ঠান ঘিরে বিতর্ক তৈরি হলো। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার ওই অনুষ্ঠানে এসেও এই অনুষ্ঠান সম্পর্কে বিশেষ কিছু না বলেই চলে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র। করোনা পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে মদন মিত্রকে এদিন প্রশ্ন করা হলে ফুচকা উৎসবের উদ্যোক্তা বিশ্বজয় বন্দ্যোপাধ্যায়কে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেন মদন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বালিতে ওই ফুচকা উৎসব আয়োজনকে ঘিরে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়। অনুষ্ঠানস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় সহ বালির তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের ছবি পর্যন্ত ব্যবহার করা হয়। ব্যানারে লেখা হয় বালি তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় এই অনুষ্ঠান।

কিন্তু বর্তমানে অতিমারীর পরিস্থিতিতে এই ধরনের ফুচকা উৎসব সমর্থন করেনা দল। এই অনুষ্ঠান দলের নয় বলেও পরিষ্কার জানিয়ে দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে হাজির থেকে মদন মিত্র জানান, “যাই করোনা কেন, এমন কিছু করো যাতে মানুষ তার বিরোধিতা না করে। এখানে মানুষের এতো সমাবেশ এটা প্রমাণ করছে মানুষ এর বিরোধী নয়।” উদ্যোক্তা বিশ্বজয়কে তিনি ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেন মদন। মদন বলেন, “তাতে বিশ্বজয়ও সুস্থ থাকবে, পাড়ার লোকও সুস্থ থাকবে। সবাই সুস্থ থাকবে।”