এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকার প্রাক্তন মুখ্যসচিবের পাশেই থাকবেন – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করছে বলে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে আলাপন প্রসঙ্গে তিনি বলেছিলেন চ্যাপ্টার ইস ক্লোজড। কিন্তু কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত ওই অফিসারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু করায় আরো একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ নবান্নে বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় কে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে হেনস্তা করছে তিনি একজন যোগ্য আধিকারিক হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার গায়ের জোরে তাকে হেনস্তা করছে। এই ক্ষেত্রে আধিকারিক যা সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার তার পাশে থেকে যথাযোগ্য সহায়তা করবে।

ক্ষমতায় থেকে গায়ের জোর দেখালেও এই ক্ষেত্রে আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় সৎ অফিসার। সারা জীবন দায়িত্ব নিয়ে কাজ করেছেন। সারা জীবন দেশের জন্য কাজ করেছেন। এটা দায়িত্বজ্ঞানহীন আচরণ। আমরা লড়াই করব। ইচ্ছে করে করছে কেন্দ্র। কোনও আইন মানছে না। গায়ের জোরে কেউ যদি ভাবে আমি সেলফিস জায়েন্ট হব! গায়ের জোরে তো আইন চলে না। দেশটা বিজেপির নয়। রাজীব গান্ধীর ৪০০ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাও এমন করেননি। গায়ের জোরে নিয়ম হয় না। সংবিধান আছে দেশে। যা ইচ্ছা গায়ের জোরে করা যায় না। হাত তুলে ধ্বনি ভোটে পাশ করিয়ে দিল, এটা হয় না। অফিসার যেভাবে বলবেন, সেভাবে সাহায্য করব। সকল আইএএস, আইপিএস অফিসাররা তাঁর পাশে আছেন। সকলে মিলে লড়াই করছেন।