এই মুহূর্তে কলকাতা

১২ বছর বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৩ জুন:- সম্ভাব্য করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং তাতে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কমাতে তাদের মায়ের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মার মাধ্যমে যাতে বাচ্চারা সংক্রমিত না হয় তা নিশ্চিত করতে ১২ বছর পর্যন্ত বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কাল থেকে দৈনিক ৪ লক্ষ করে টিকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন এর ফলে জুলাই মাসের মধ্যে ৭০ লক্ষ টিকা দেওয়া সম্ভব হবে।

মোট টিকা দেওয়ার সংখ্যা প্রায় ৩ কোটির কাছাকাছি পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে রাজ্যে প্রায় ২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।এর মধ্যে ৩৩ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গাড়ির চালক, সবজিওয়ালা থেকে মৎস্য ব্যবসায়ীদের মত সুপার স্প্রেডার হিসাবে চিহ্নিত পেশার মানুষকে। এর আগে, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমনের শৃংখল ভাঙতে, রাজ্যজুড়ে ২৫০ টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। সেখানে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের চিকিত্সা পরিকাঠামো মজবুত করার উপর আরও জোর দেওয়া হচ্ছে বলে মুখ্যসচিব জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হবে। শিশুদের ভেন্টিলেটর ও অন্যান্য যন্ত্রপাতি বাড়ানো হচ্ছে। তাদের জন্য ১৩০০ আইসিইউ তৈরি করা হবে।