হাওড়া, ১৮ জানুয়ারি:- অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়ার বালি রেলওয়ে স্টেশনের ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে সংস্কার, শেড নির্মাণ ছাড়াও গাড়ি পার্কিং, এলাকার উন্নয়ন, বিদ্যুৎ শক্তি কমানোর জন্য অত্যাধুনিক হাই সুইপ বিএলডিসি ফ্যান এবং গ্লো সাইন বোর্ডের ব্যবস্থা করা হবে। মোট ৬৬ হাজার ৭৪০ বর্গমিটার এলাকায় এই রূপান্তর করা হচ্ছে। বালি রেলওয়ে স্টেশনের পুনরুজ্জীবন শুধুমাত্র সৌন্দর্যবৃদ্ধির জন্য নয় স্টেশনের ঐতিহাসিক তাৎপর্য রক্ষা করে আধুনিক এবং দক্ষ রেলওয়ে হাব তৈরি করার প্রস্তাব রয়েছে।
উন্নত পরিকাঠামো এবং রেলওয়ে স্টেশন এলাকা স্থানীয় ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ফলে স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতাদেরও এতে সুবিধা হবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে। হাওড়া-বর্ধমান মেইন লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে অবস্থিত বালি রেলওয়ে স্টেশনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন হিসেবে কাজ করে। এতে অমৃত ভারত স্টেশন স্কিমের মূল নীতি, পরিবেশগত স্থায়িত্বের সাথে আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটবে।