কলকাতা, ২৩ জুন:- ভারতের নিজস্ব করোনা টিকা কোভ্যাকসিন যাতে গোটা বিশ্বে স্বীকৃতি পায় তা নিয়ে তৎপর হতে মোদী সরকারের কাছে অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী দেশে তৈরি টিকার পক্ষে সওয়াল করলেও বিশ্ব দরবারে কোভ্যাকসিন এখনো স্বীকৃতি না পাওয়ায় এদিন কৌশলে তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে তিনি বলেন, কোভ্যাকসিন নিলে দেশের মধ্যে সমস্যা না হলেও বিশ্বের বিভিন্ন দেশে তার শংসাপত্র অনুমোদন না করায় সেখানে পড়তে যেতে চাওয়া ছাত্র ছাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েছে। রাজ্যের অনেক ছাত্র-ছাত্রী বেসরকারি জায়গা থেকে এই টিকা নেওয়ায় খুব সমস্যার মধ্যে রয়েছে।মুখ্যমন্ত্রী বলেন,বেসরকারি জায়গা থেকে কোভ্যাক্সিন নিয়েছে।
এটা এখনও অনুমোদন পায়নি। বিদেশে গ্রহণ করতে চায়নি। ফলে বিদেশে যেতে যাওয়া পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। মুখ্যসচিবকে শীঘ্রই স্বাস্থ্যসচিব ও ক্যাবিনেট সচিবকে লিখতে বলব। হু-কে দিয়ে অনুমোদিত করা উচিত কোভ্যাক্সিনকে। কোভ্যাক্সিনকে সারা বিশ্বে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করছি। আমরা বেশিরভাগটাই কোভিশিল্ড দিয়েছি। বেসরকারি থেকে অনেকে কোভ্যাক্সিন নিয়ে নিয়েছে। কোভিশিল্ডের শংসাপত্র না থাকায় বিমানে উঠতে পারছেন না। এটা সমস্যা হয়ে দাঁড়াল। সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব। এই বিষয়ে টিকার শংসাপত্র বিশ্বজুড়ে স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে তিনি দ্রুত প্রধানমন্ত্রী এবং মুখ্যসচিব ক্যাবিনেট সচিব কে চিঠি দেবেন বলে মুখ্যমন্ত্রী জানান।