হুগলি,১ ফেব্রুয়ারি:- হামলা করে মামলা দিয়ে যদি বিজেপি কে আটকানো যেত তাহলে নরেন্দ্র মোদীর জায়গায় অনেকেই প্রধানমন্ত্রী হতো-বক্তা বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর l আজ হুগলির ডানকুনি হিমনগরে নাগরিকত্ব বিলের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন সায়ন্তন সহ বিজেপির অন্যান্য কর্মীরা l সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন দিল্লিতে গুলি চালানোর ঘটনা বিজেপি সমর্থন করে না তারই পাশাপাশি পার্ক সার্কাসে বাংলাদেশীরা বেশীদিন অন্দোলন করলে আমরা দল বল নিয়ে গিয়ে তুলে দেবো বলে হুমকি দেন তিনি l এই প্রচারে সায়ন্তন ছাড়াও, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু ,প্রবীর ভান্ডারী সহ ছিলেন বিজেপির অনান্য নেতৃবৃন্দ l