এই মুহূর্তে জেলা

ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে হাওড়ার বেশ কয়েকটি ক্লাব।

হাওড়া, ২২ জুন:- ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী স্কুলপড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ, হাওড়া এডভেঞ্জার স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বর্ণপরিচয় এর যৌথ উদ্যোগে। গত কয়েকদিন ধরে বাগনানের শতাব্দী বেরা ,ঘুষুড়ির চয়ন দাস,বাউড়িয়ার অভয় ঘোষ, হিমাদ্রি ঘোষেরা দিনরাত এক করে মানবিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতার আবেদন রেখেছিলেন। সেই আবেদনের সাড়া দিয়ে মানবিক বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তিন শত মানুষের জন্য খাদ্য সামগ্রী পোশাক এবং গরীব পরিবারের পড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সোমবার সকালেই চুনাখালির ঘাট থেকে লঞ্চে করে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেওয়া হয় কুমিরমাড়ির বুধবার বাজারের দিকে।

যখন লঞ্চে করে বিদ্যাধর নদী পথ ধরে এগোনো হয় নদীপারের দুদিকে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। সর্বত্রই খাবারের জন্য হাহাকার দেখা যায়। নদী পাড় থেকে আসে ক্রন্দন রোল। এদিন ত্রাণসামগ্রী দিতে এসে ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ, হাওড়া এডভেঞ্জার স্পোর্টস অ্যাসোসিয়েশনও বর্ণপরিচয় পক্ষ থেকে উজ্জ্বল দাস, শাশ্বত পাড়ুই,চয়ন দাস জানান আমরা জানতে পেরেছিলাম সুন্দরবন এলাকার মানুষ ইয়াসের দাপটে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এসে দেখি নদীর দুপাড়ে ঘরবাড়ি মাটিতে মিশে গেছে খাবার নেই ছেলেমেয়েদের লেখাপড়া সামগ্রীও জলে ভেসে গেছে।আমরা ইয়াস বিধ্বস্ত সুন্দরবন এলাকার মানুষের দুঃখ ভাগ করে নিতে এসেছিলাম। সীমাবদ্ধ ক্ষমতা মধ্যে দিয়ে মানবিক বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা মানুষের কষ্ট ভাগ করেছি কিছুটা।এটাই যথেষ্ট নয় সরকার যতক্ষণ না তার দায়িত্ব না পালন করবে সুন্দরবন এলাকার মানুষ নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না।