হুগলি, ২২ জুন:- কোভিড ১৯পরিস্থিতিতে ভূগতে থাকা হুগলীর কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিলো কর্তৃপক্ষ। গত বছর মার্চ মাস থেকে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাঁচামালের অভাব দেখা দেওয়ায় বিখ্যাত এই সুতো কারখানার চাকা স্লথ হতে শুরু করে। বাজার বন্ধ থাকায় সুতোর চাহিদা কমতে শুরু করে। বাজারে মন্দা দেখা দেওয়ায় আস্তে আস্তে উৎপাদন বন্ধ হতে শুরু করে কারখানায়। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সকালের শিফট থেকেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিলো কর্তৃপক্ষ। ফলে নতুন করে কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। অশান্তি এড়াতে কারখানা গেটে পুলিশ মোতায়েন রয়েছে।