এই মুহূর্তে জেলা

পার বাঁধাতে গিয়ে পুকুরের গ্রাসে রাস্তা , ভয়াবহ ধসের প্রকোপে পান্ডুয়ার বাসিন্দারা !

সুদীপ দাস , ২১ জুন:- ভাঙনের কবল থেকে বাঁচাতে পুকুরের পার বাঁধানোর কাজ শুরু করেছিলো স্থানীয় পঞ্চায়েত। কিন্তু সেই পার বাঁধানোই কাল হলো। বর্তমানে ঢালাই রাস্তা তো গেছেই পুকুরের ভাঙন খেলা বাড়ির চৌকাঠে কড়া নাড়ছে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর পান্ডুয়া পঞ্চায়েত সমিতি কাজিমহল্লা গ্রামের কাজি পুকুরপার এলাকার। এই পুকুর পারে জনা ৫০ পরিবারের বাস। একটা সময়ে বর্ষাকালে এই পুকুর পারের কাঁচা রাস্তা ধরে সাধারন মানুষ যাতায়াত করতে ভয় পেতেন। অনেক কাঠখড় পুড়িয়ে হুগলীর বিগত দিনের সাংসদ ডাঃ রত্না দে নাগ এলাকা উন্নয়ন তহবিলের অর্থানুকুল্যে এই রাস্তাটি ঢালাই করে দেন।

কিন্তু ঢালাইয়ের নীচভাগের মাটি ক্রমশ পুকুর ভাঙনের গ্রাসে যেতে শুরু করে। সেই রাস্তাকে বাঁচাতেই পান্ডুয়া পঞ্চায়েত পুকুরটির পার বাঁধানোর সিদ্ধান্ত নেয়। সেইমত শুরু হয় কাজ। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় বাঁদানোর কাজ চলাকালীনই সেই রাস্তা বসে গেলো। নীচের মাটি বসে গিয়ে এখন রাস্তাটির একটি বড় অংশই ভাঙনের কবলে। এলাকাবাসীদের সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই দায় হয়ে উঠেছে। এবিষয়ে পান্ডুয়ার পঞ্চায়েত প্রধান সুভাষ দাস রাস্তাটি ধসে যাওয়ার কথা স্বীকার করে নিয়ে বলেন বিষয়টি পঞ্চায়েতের নজরে আছে। বর্ষার জন্য কাজটা শুরু করে যাচ্ছে না। বর্ষা থামলেই অতি সত্ত্বর ব্যাবস্থা নেওয়া হবে।