এই মুহূর্তে কলকাতা

ভোট পরবর্তী হিংসার তদন্তে ৭ সদস্যের দল গঠন জাতীয় মানবধিকার কমিশন।

কলকাতা, ২১ জুন:- রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে জাতীয় মানবাধিকার কমিশন ৭ সদস্যের দল গঠন করেছে। রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধি নিয়েওই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্ব ওই দলটি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখবে। তিনি ছাড়াও ওই দলে থাকবেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন এল দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি পদ মর্যাদার তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনি, রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা, রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়।