এই মুহূর্তে জেলা

ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি, চুঁচুড়ায় পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১ ।

সুদীপ দাস, ১৮ জুন:- চন্দননগর কমিশনারেটে ভাগাড় কাণ্ডের পুনরাবৃত্তি। পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে ধৃত ১। ফুড ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানে ধৃত ব্যবসায়ী। মুরগির মাংস যে পচা তা নিশ্চিত করেছেন ফুড ইনস্পেক্টর। চুঁচুড়ার খেরুয়া বাজারে ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে ৫৬ কেজি পচা মুরগি। মোট ২৬টি প্যাকেটে ওই মাংস রাখা ছিলো। পুলিশ লাইন, মেস এবং কিছু হোটেলে পচা মাংস সরবরাহ করা হতো বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে ধৃত।

ধৃতের নাম বিমলেন্দু দাস(৪৯)। বাড়ি চুঁচুড়ার খড়ুয়াবাজারে। তাঁর বাড়িতেই ওই পচা মাংস উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবী। বিমলেন্দুর খড়ুয়াবাজারে মুরগীর মাংসের খুচরো দোকান রয়েছে। চুঁচুড়া থানার পুলিশ ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তুলবে। যদিও বিমলেন্দু সহ তাঁর পরিবারের দাবী তাঁদেরকে ফাঁসানো হয়েছে॥