এই মুহূর্তে কলকাতা

ইয়াস বিধ্বস্ত ছয় জেলায় বাঁধ সারাইয়ের কাজ চলছে জোর কদমে।

কলকাতা , ১৭ জুন:- আসন্ন ভরা কোটালের আগেই ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত ছয় জেলায় বাঁধ সারাইয়ের কাজ চলছে জোর কদমে। এই মেরামতিতে যাতে কোনও গাফিলতি না হয়, তা দেখতে সেচ দপ্তর চারটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ক্ষতিগ্রস্ত ৩১৭ টি নদী বাঁধ মেরামতির কাজের ওপর নজর রাখছে এই কমিটি। কাঁচামালের গুণগত মান ও নকশার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। সঙ্গে চলছে ছবি তোলার কাজ। ক্ষতিগ্রস্ত বাঁধ ও সারাইয়ের পর বাঁধের ছবি তুলে রাখা হচ্ছে। পরে তা মিলিয়ে দেখা হচ্ছে, যাতে কোনও বেনিয়ম না হয়। যে সয় জায়গায় বাঁধ ছাপিয়ে নদীর জল ঢুকেছে, সেই সব এলাকায় বাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে। আগামী ২৬ জুন ভরা কোটাল রয়েছে। এই কোটালের উচ্চতা অনেক বেশি হবে বলে, আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে।

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি যাতে ফের জলমগ্ন না হয়, তাই তার আগেই বাঁধ মেরামতির কাজ শেষ করতে চাইছে দপ্তর। তবে মৌসুনি দ্বীপের ক্ষেত্রে এত কম সময়ে কাজ শেষ করা সম্ভব হবে না। কারণ দ্বীপের সর্বত্র নদী বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সবটাই প্রায় নতুন করে তৈরি করতে হচ্ছে। বাঁধ মেরামতির কাজ দ্রুত শেষ করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ কমিটি। ই–টেন্ডারে সাধারণতঃ ন্যূনতম তিনটি সংস্থার দরপত্র জমা পড়লে তা খুলে দেখা হয়। কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটির কম সংখ্যক দরপত্র জমা পড়লেও খুলে দেখা হচ্ছে। যদি সব সরকারের সঙ্গে সব শর্ত মিলে যায় তাহলে সেই সংস্থাকেই কাজের বরাত দেওয়া হচ্ছে। ৩ কোটি টাকার মধ্যে যে কাজ করা সম্ভব সেখানে দপ্তর থেকেই ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। এর বেশি হলে অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হচ্ছে।