এই মুহূর্তে জেলা

খানাকুলে বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী।

আরামবাগ , ১৭ জুন:- বৃহস্পতিবার বিকালে হুগলি জেলার খানাকুলের কিশোরপুরের চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহতদের পরিবারকে দেখতে এলেন শুভেন্দু অধিকারী। বজ্রপাতে মৃতদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের তিনি বলেন, কোনও চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যে কোনও রকম সমস্যা হলে স্থানীয় বিধায়ককে জানাবেন। পরিবারের পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিরোধী দলনেতার মানবিক কাজকে স্বাগত জানায় এলাকার মানুষ।

জানা গিয়েছে আরামবাগের খানাকুলে চুয়াডাঙ্গার বাসিন্দা মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। মৃত অভিজিত বাবুর পরিবার অত‍্যন্ত‍ দরিদ্র তপশীলি জাতির। এদিন তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ‍্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার অঙ্গীকার সহ তাদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা মঙ্গলা সর্দারের হাতে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।