এই মুহূর্তে জেলা

পাণ্ডুয়া হসপিটালে চিকিৎসক মারধরের ঘটনায় সি,এম,ও,এইচ এর সঙ্গে দেখা করলো চিকিৎসক সংগঠন।

সুদীপ দাস, ১৫ জুন:- পান্ডুয়া হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করলেব চিকিৎসকদের সংগঠন “অ্যাসোসিয়েশন ফিজিসিয়ান অফ ইন্ডিয়া”। গত ৭ তারিখ সেখ ইসমাইল নামে এক রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পান্ডুয়া গ্রামীন হাসপাতাল। ঘটনায় শিব শঙ্কর রায় নামে হাসপাতালের এক চিকিৎসককে ব্যাপক মারধর করা হয়। ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সমগ্র রাজ্য জুড়ে। ঘটনায় একাধিক ব্যাক্তিকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। শনিবার সেই ঘটনা জানতেই পান্ডুয়া হাসপাতালে উপস্থিত হয় চিকিৎসকদের যৌথ সংগঠন “অ্যাসোসিয়েশন ফিজিসিয়ান অফ ইন্ডিয়া”।

এদিন চিকিৎসকদের মোট চার জনের দল চুঁচুড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে উপস্থিত হন। সেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাশুং চক্রবর্তীর সাথে দেখা করেন তাঁরা। এদিন এই মামলায় ২০০৯-মেডিকো ধারা যুক্ত করার কথা বলে সিএমওএইচকে একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা। স্মারকলিপিতে ভবিষ্যতে সরকারী সম্পত্তি নষ্ট করলে জামিন অযোগ্য ধারা দেওয়ারও কথা বলা হয়।