এই মুহূর্তে কলকাতা

মালদহের প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা সরকারের।


কলকাতা , ১৯ নভেম্বর:- রাজ্য সরকার আজ সকালে মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। মৃতদের পরিবারকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ক্ষতিপূরণের টাকা অবিলম্বে যাতে প্রাপকদের কাছে পৌঁছে যা সে ব্যাপারে তাকে তদারক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিব বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার পুরো তদন্ত করা হবে,”। মুখ্যসচিব বলেন জেলাশাসক পুলিশ সুপার সহ সমস্ত পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছিলেন এবং পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হচ্ছে। আহত ব্যক্তিদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বাস্থ্যসচিব জেলা প্রশাসনের নির্দেশনা দিয়েছেন যাতে চিকিত্সা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে। রাজ্য সচিবালয় থেকে পুরো বিষয়টির ওপর নজরদারি চালান হচ্ছে বলেও তিনি জানান।