এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতার বার্তা প্রচার ও মাস্ক বিতরণ করল আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটি।

হাওড়া , ১৫ জুন:- হাওড়ার আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে গত ১৩ জুন “করোনার দ্বিতীয় ঢেউতে আতঙ্ক নয়, সচেতন ও সতর্ক হোন, সাবধানতা অবলম্বন করুন” এই বার্তা প্রচার করা হয় আন্দুল রোড এলাকায়। সঙ্গে সচেতনতার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। নিমতলা, ইন্ডিয়ান অয়েল, চুনাভাটী, ইন্ডাস নার্সিং হোম, পোদড়া, হাঁসখালী পোল, নিত্যানন্দ নগর, বকুলতলা ও দানেশ শেখ জুড়ে ওই কর্মসূচী চলে। মাস্ক না পরে রাস্তায় বের হওয়া বহু মানুষকে বুঝিয়ে মাস্ক পরানো হয়। মোট ১১০০ মাস্ক বিতরণ করা হয়। সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি অর্জুন সিংহ রায়, সম্পাদক অভিজিৎ মণ্ডল এবং কমিটির বিশিষ্ট সদস্য অরুপ পান, কৃষ্ণেন্দু সরকার, রথীন চন্দ্র দে প্রমুখ।

এই প্রচার অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তারা নিজেরাই এগিয়ে এসে সুষ্ঠ ও সারিবদ্ধভাবে হ্যান্ড বিল ও মাস্ক গ্রহণ করেন। কমিটির সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন, “করোনা অতিমারিতে সারা বিশ্বই সংকটের মুখোমুখি। আমাদের দেশও দ্বিতীয় ঢেউতে নাজেহাল। তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও আছে বলে জানিয়েছেন গবেষকরা। তাই সমস্ত মানুষের জন্য সুষ্ঠ টীকাকরণের প্রয়োজন। আবার এই সময়ে সাধারণ মানুষেরও উচিৎ বিজ্ঞানকে হাতিয়ার করে স্থির করা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই আমরা এই সচেতনতার বার্তা প্রচার এবং সাথে সার্জিক্যাল মাস্ক বিলি করছি। জানাচ্ছি, অযথা আতঙ্কিত ও বিভ্রান্ত না হওয়ার কথা, সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার কথা।”