এই মুহূর্তে কলকাতা

এক দেশ , এক রেশন কার্ড তৈরির কাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ জুন:- রাজ্যে এক দেশ এক রেশন কার্ড তৈরীর কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন কিছু আধার কার্ড তৈরির কাজ বাকি আছে আগামী তিন মাসের মধ্যে তা সম্পূর্ণ হয়ে গেলে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের কাজে আরও গতি আসবে।

উল্লেখ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বাধ্যতামূলকভাবে এই প্রকল্প রূপায়নের নির্দেশ দিয়েছে। রাজ্যজুড়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করার জন্য পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী এইদিন জানান। ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য দুয়ারে ত্রান প্রকল্পে এখনো পর্যন্ত চার লক্ষ আবেদন জমা পড়েছে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকার অনুদান বৃদ্ধি করে যে দশ হাজার টাকা করেছে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।