এই মুহূর্তে কলকাতা

আজই অবসর নিচ্ছেন মুখ্যসচিব , আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ।


কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দেওয়ার নির্দেশ এবং সেই সংক্রান্ত বিতরকের প্রেক্ষিতে আলাপন বাবু চাকরিতে তার বর্ধিত মেয়াদ গ্রহণ না করে আজই অবসর নিচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তার জায়গায় রাজ্যে নতুন মুখ্যসচিব হচ্ছেন বর্তমান স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিপি গোপালিকা রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করায় কেন্দ্রের দেওয়া তার বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকরী করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে অবসর নিলেও বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বার্থে তাকে সরকারের প্রয়োজন।

সেই কারণেই আগামীকাল থেকে তিন বছরের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় কে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মাসিক আড়াই লক্ষ টাকা ভাতা সহ আইএএস আধিকারিকের সমতুল অন্যান্য নানা ভাতা এবং সুযোগ-সুবিধা তিনি পাবেন। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে তলব করা সংক্রান্ত নির্দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই নির্দেশ সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী। এ ধরনের নির্দেশের মাধ্যমে রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী আমলার অপমান করার পাশাপাশি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত আমলা শ্রেণী কে অপমান করেছেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে সরব হতে চীনের সমস্ত বিরোধী দল এবং সরকারি আধিকারিকদের অনুরোধ করেন।