এই মুহূর্তে জেলা

গেঞ্জি কারখানার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা।

ব্যারাকপুরঃ, ৩১ মে:- গত সপ্তাহের বুধবার গভীর রাতে নিউ ব্যারাকপুরের বিলকান্দা শিল্পতালুকের একটি গেঞ্জি কারখানা ও ওষুধের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুনের গ্রাসে গেঞ্জি কারখানা ও ওষুধের গোডাউনটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে। অভিশপ্ত ওই গেঞ্জি কারখানার ভেতর আটকে পরে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছিল চার শ্রমিকের। আগুন লাগার ৬০ ঘন্টা পর গেঞ্জি কারখানার ভেতরে তিন তলার শিড়ির ওপর থেকে ওই চার শ্রমিকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছিল বিপর্যয় মোকাবিলা দল। এদিকে সোমবার বেলার দিকে ঘটনাস্থলে আসেন ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা।

তার অভিশপ্ত গেঞ্জি কারখানা ও ওষুধের গোডাউনের ভেতর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। ফরেন্সিক বিশেষজ্ঞ দলের অ্যাসিটেন্ট ডিরেক্টর চিত্রাক্ষ সরকার বলেন,বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও এই মুহূর্তে প্রাথমিক ভাবে কিছুই বলা সম্ভব না। নুমনাগুলি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার পর অ্যানালিশিস করা হবে। তারপরই এবিষয়ে কিছু বলা সম্ভব হবে। তিনি আরও বলেন,ঘটনাস্থলের ফোটোগ্রাফ নেওয়া হয়েছে। তাছাড়া আমাদের সঙ্গে এখানে ফিজিক্স,কেমিস্ট্রি,বায়োলজি বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন। তার দাবি ঘটনাস্থল থেকে যা নমুনা পাওয়া গেছে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর নিশ্চিত ভাবে আমরা এই ঘটনার তদন্তকারী সংস্থাকে সাহায্য করতে পারব।