এই মুহূর্তে জেলা

ভোটে হারলেও মানুষের সেবায় নিয়োজিত দিলীপ !

সুদীপ দাস , ৩১ মে:- ভোট ময়দানে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানুষের রায় তাঁর দিকে না গেলেও তিনি সর্বদা মানুষের সাথেই রয়েছেন। হুগলীর চাঁপদানী বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন দিলীপ সিং। কিন্তু নিকটবর্তী প্রার্থী তৃণমূলের অরিন্দম গুঁইনের কাছে তিনি পরাজিত হন। মানুষের রায় দু’হাত পেতে মেনে নিয়ে তিনি পুনরায় মানুষের সেবায় নিয়োজিত হলেন। করোনা আবহে রাজ্যে কড়াকড়ি চালু হতেই মানুষ পথে কম বের হচ্ছেন। পাশাপাশি বন্ধ লোকাল ট্রেনও। এই পরিস্থিতিতে হাওড়া-বর্ধমান মেন লাইনের শেওড়াফুলি জংশনে থাকা কয়েকশো মানুষের মসীহা হয়ে উঠেছেন দিলীপ সিং।

গত ২০ তারিখ থেকে তিনি নিজের উদ্যোগেই প্রতিদিন প্রায় ৩০০ জন মানুষের এক দুপুরের খাবার তুলে দিচ্ছেন। কখনও ভাতের সাথে ডাল, ডিম, সবজি আবার কখনও সোয়াবিন কিংবা মাংস। প্রতিদিন সকালে রান্না করে দুপুর ১২ টার মধ্যে সেই খাবার নিয়ে শেওড়াফুলি স্টেশনে পৌঁছে যাচ্ছেন দিলীপ সিং। এরপর দিলীপবাবু সহ তাঁর অনুগামীরা অসহায় মানুষগুলিকে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন। পেশায় ব্যাবসায়ী দিলীপের কথায় বিধিনিষেধ না উঠা পর্যন্ত এই মানুষগুলির যাতে খাদ্য সংকট না হয় সেই প্রচেষ্টা চালিয়ে যাবো।