হাওড়া, ৩০ মে:- হাওড়ার বালি থানা এলাকার একটি ঝিল থেকে উদ্ধার হলো মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। রবিবার বিকেল নাগাদ সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ নগরের ঝিলে দেহটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অঞ্জু লোধ (৪৭)। তাঁর পরিবাররের তরফ থেকে জানা গেছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অঞ্জুদেবী বাড়ি থেকে খাওয়াদাওয়া করে বেরিয়ে গিয়েছিলেন। তারপর তাঁর ছেলে জানতে পারে যে এক মহিলার মৃতদেহ স্থানীয় সেই ঝিলে ভাসছে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে যান ঘটনাস্থলে।
অঞ্জুদেবীকে ঝিলে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। মৃতদেহ ঝিল থেকে উদ্ধার করে পাঠানো হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। এই ঝিলটি একটি কলোনির মধ্যে। এমন জনবহুল এলাকায় ওই মহিলা কিভাবে ডুবে গেলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃত মহিলা নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।