এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।

হাওড়া , ২৮ জুন:- বিজেপির জনসম্পর্ক কর্মসূচিতে বাধাদানের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রবিবার সকালে হাওড়ায় ২৫ নম্বর ওয়ার্ডের কাঁচকল মাঠের সামনে তাদের দলীয় কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে জনসম্পর্ক করছিল সেসময় তৃণমূলের কর্মীরা বিজেপির কার্যকর্তাদের কর্মসূচি করতে বাধা দেয়। এনিয়ে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হাওড়া জেলা সদর বিজেপি সভাপতি সুরজিৎ সাহা জানান, এদিন সকালে ২৫ নম্বর ওয়ার্ডের কাঁচকল মাঠের সামনে বিজেপির জনসম্পর্ক অভিযান চলছিল। তখন তৃণমূলের কিছু লোকজন এসে বিজেপি কর্মীদের গালিগালাজ করে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামেও কুৎসা করছিল তৃণমূল। এরপর এলাকার মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রীর চিঠি লেখা কাগজ নেন। সুরজিৎবাবু বলেন,

আজ প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। কালও প্রতিবাদ করব। বিজেপির কর্মীদের কোনরকম হেনস্তা করা হলে বিজেপি বসে থাকবে না। বিজেপির মধ্য হাওড়া মন্ডল-২ এর সভাপতি শিবশঙ্কর সাধুখাঁ বলেন, তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমরা মানুষকে সঙ্গে নিয়েই কর্মসূচি পালন করেছি। এদিকে, বিজেপির অভিযোগ সম্পর্কে এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দাস বলেন, ওরা জনসম্পর্ক কর্মসূচির নাম করে আমফানের টাকা নিয়ে আমাদের পার্টির বিরুদ্ধে কুৎসা করছিল। তখন এলাকার মানুষ এসে এর প্রতিবাদ করেছেন। এরপর ওরা চলে যায়। আমাদের কর্মীরা কেউ বাধা দেয়নি। এলাকার সাধারণ মানুষ বিজেপির কুৎসা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। ২৫ নং ওয়ার্ডে হাতেগোনা বিজেপির সদস্য রয়েছেন। যারা এসেছিল তারা বাইরের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছিল। ওরা সংখ্যায় ২০ – ২৫ জন ছিল।