এই মুহূর্তে জেলা

লকডাউনে রাস্তার অভুক্ত সারমেয়দের পাশে আরামবাগ স্টে লাভার।

আরামবাগ, ৩০ মে:- আরামবাগ স্টে লাভার নামে হোয়াটঅ্যাপ। এই গ্রুপের পক্ষ থেকে রাস্তার সারোমেয়দের খাবার দেওয়া হয়। এদিন শহর জুড়ে এই কর্মসূচি হয়। লকডাউনে অভুক্ত কুকুরদের খাওয়ান একদল যুবক ও যুবতিরা। তাদের এই কর্মসূচিকে প্রশংসা করে এলাকার মানুষ। উল্লেখ্য গত বছর লকডাউনের সময়েও এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি সারময়েদের খাওয়ানো ব্যবস্থা করে। পাশাপাশি অন্যন্য সমাজসেবীদেরও দেখা গিয়েছিল সারোমেয়দের খাওয়াতে। তবে এই বছর লকডাউনে তাদের চোখে না পড়লেও এই হোয়াটঅ্যাপ গ্রুপের ছেলে মেয়েদের শহর জুড়ে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে সারো মেয়দের খাওয়াতে দেখা গেলো। এই বিষয়ে এই গ্রুপের সদস্য দেব্রত রাহা জানান লকডাউন ঘোষণার পর থেকেই আমরা নিজেরা যতটা পারছি সারমেয়দের খাওয়ানো হচ্ছে। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে শুরু করে রেল স্টেশন, বাসুদেবপুর মোড় ও মনসাতলা এলাকার সারমেয়দের খাওয়ানো হচ্ছে।