এই মুহূর্তে জেলা

২৫ হাজার টিকার গণ্ডি পাড় করে জেলার মধ্যে প্রথম স্থানে রিষড়া পৌরসভা।

হুগলি , ২৯ মে:- করোনা কালে বিভিন্ন টিকা কেন্দ্রে অসন্তোষ ও ক্ষোভ সঞ্চার হলেও স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকাকরণের ক্ষেত্রে নজির গড়ল রিষড়া পুরসভা। হুগলি শিল্পাঞ্চলের গঙ্গাতীরের পুরসভায় লাখো লাখো মানুষের বাস। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই চলছিল টিকাকরণের কাজ। কিন্তু পুরবাসীর মনে প্রথম ধাপে করোনা টিকা নিয়ে অনীহা ছিল। দ্বিতীয় ধাপে করোনা প্রাণঘাতী আকার নিতেই টনক নড়ে বাসিন্দাদের। পুরসভার স্বাস্থ্য ভবন ও মাতৃসদন টিকা কেন্দ্রে ভিড় উপচে পড়ে।

ভিড় সামাল দিতে পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র কোঅর্ডিনেটারদের নিয়ে বৈঠক করেন। ওয়ার্ড ভিত্তিক কূপন বিলি করে টিকাকরণের সিদ্ধান্ত কার্যকর হতেই একদিনে হাজার টিকা দিয়ে নজির গড়েছে পুরসভা বলে দাবি করেন নোডাল অফিসার অসিতাভ গঙ্গ্যোপাধ্যায়। এ বিষয়ে পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন, রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই দুই টিকা কেন্দ্রে তিন চিকিৎসক ও ১৫ জন স্বাস্থ্য কর্মী টিকাকরণের কাজ করায় আমাদের পুরসভা ২৫ হাজার টিকার গণ্ডি পাড় করে শিল্পাঞ্চলের পুরসভাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।