এই মুহূর্তে জেলা

নিম্নচাপের জেরে আরামবাগে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখলেন বিধায়ক।

আরামবাগ , ২৭ মে:- ইয়াস ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি গ্রস্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। পাশাপাশি এই ঝড়ের প্রভাবে নিম্নচাপের জেড়ে বৃষ্টিপাত হওয়ায় হুগলি জেলার আরামবাগের বেশ কয়েকটি অঞ্চলের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরি দেখেন বিজেপি নেতা তথা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। তিনি ক্ষতি গ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন। জানা গিয়েছে এদিন আরামবাগ ব্লকের মায়াপুর দুই নম্বর অঞ্চলের বেশ কয়েকশো মাটির বাড়ি ঝড় ও বৃষ্টির জেড়ে ভেঙে পড়ে এবং ক্ষতি গ্রস্ত হয়। ত্রির্পল টাঙিয়ে থাকতে হয়। খবর পেয়েই মানুষের পাশে দাঁড়াতে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যেকটি মাটির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এই বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন, এদিন বিপর্যয়ে আরামবাগের মায়াপুর দুই নম্বর অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার এবং সবরকমের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিলাম। এছাড়াও করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হলো। এলাকার মানুষ স্বার্থে কাজ করতে ভালো লাগে। সবমিলিয়ে এদিন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার ভুমিকাকে প্রশংসা করে এলাকার মানুষ।