এই মুহূর্তে জেলা

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। 

দক্ষিন ২৪ পরগনা , ২৬ মে:- ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তির্ন এলাকায় ত্রান কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন দুই ২৪ পরগনা,পুর্ব মেদনীপুর, কলকাতা এবং শহরতলীর বিভিন্ন যায়গায় তারা ত্রান কাজ শুরু করেছে। দক্ষিন ২৪ পরগনায় সঙ্ঘের সাখা কেন্দ্র গুলিতে বহু মানুষকে উদ্ধারকরে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের এদিন থেকেই রান্না করা খাবার দেওয়া হচ্ছে। গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভিতরে জল ঢুকে গেছে। গঙ্গাসাগর ছাড়াও হোড়খালি, মৌসুনী দ্বিপে ও পুর্ব মেদনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে। 

Post Views: 177