Uncategorized

ঘূর্ণিঝড়ের ক্ষতির কথা বিবেচনা করে কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যাবস্থা করলো রাজ্য সরকার।

কলকাতা, ২৫ মে:- ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয় ক্ষতি কথা বিবেচনা করে কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যাবস্থা করছে রাজ্য সরকার। সোমবার কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে জানান ক্ষতিপূরণ দেওয়া হবে বিভিন্ন স্তরে। বহু ফসলী জমির জন্য পার হেক্টর ঠিক হয়েছে দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা। এক ফসলি জমি র জন্য পার হেক্টর দেওয়া হবে ৬ হাজার ৮০০ টাকা। পানের বরজ, বাদাম চাষের ক্ষেত্রে পার হেক্টর ক্ষতি পূরণ বাবদ দেওয়া হবে১৮ হাজার টাকা। ঝড়ের পর জেলায় জেলায় কৃষি আধিকারিকরা মাঠে গিয়ে ফসলের ক্ষতি সরজমিনে দেখে ক্ষতিপূরণের জন্য বিবেচনা করবেন বলে কৃষি মন্ত্রী জানান। আসন্ন ঘূর্ণি ঝড়ের পরিপ্রেক্ষিতে ২৫ মে মঙ্গলবার থেকে কৃষি দফতরে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

চলবে ২৮ মে পর্যন্ত। মাঠে পড়ে থাকা বোরো ধান আর মুগ ডাল ঝড় আসার আগে ই তুলে ফেলার জন্য জেলায় জেলায় মাইকিং এর ব্যাবস্থা করা হয়েছে। ফলে ৯৫ শতাংশ ফসল মাঠ থেকে তুলে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী। ঝড়ের পড় বৃষ্টি থেমে গেলে দ্রুত মাঠ থেকে জল বার করে দেওয়ার ব্যাবস্থা ও নেবে কৃষি দফতর। ঝড়ের তান্ডব এ কলা বাগান, সব্জির বাগান যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য বিশেষ ব্যাবস্থা নেওয়ার জন্য কৃষকদের সচেতন করা এবং পরামর্শ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে কৃষি দফতর। প্রাকৃতিক বিপর্যয়ের পর ফসল পোকা বা ছত্রাকের আক্রমণ ঠেকাতে ও এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে বলে জানান কৃষি মন্ত্রী।